Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী
  1.  
  2. বর্ষা কালে এখানে থেকে নৌ পথে এক মাত্র যাওয়ার ব্যবস্থা হলো এই নৌকা যোগে যেতে হয় এই জায়গা গুলো মানপুর-জিরুন্ডা-লাখাই,অষ্টগ্রাম, খুব কম টাকার মাঝে নৌকা ভ্রমন করে ও আসা যায় এখান থেকে । প্রতি বছরে বর্ষা কালে এই বামৈ নৌকা ঘাট থেকে নৌকা ভাড়া করে বেড়াতে অনেক লোক আসে। বিকাল বেলা আপনি যদি 
  3. নৌকা নিয়ে ঘুরতে যান তা  হলে বুঝতে পারবেন কত সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ । এই প্রাকৃতির দারুন পরিবেশে আপনার মনটা খুব ভাল লাগবে। মন খারাপ করে রাখার কোন উপায় নেই। এই পরিবেশ আপনাকে মুগ্দ করবে। তাছাড়া ও এই নৌকা করে আপনি যেতে পারেন মানপুর-জিরুন্ডা মাত্র ১০ টাকায় এবং লাখাই যেতে লাগবে আপনার মাত্র ২০ টাকা ।বামৈ ইউনিয়নের পক্ষ থেকে আপনাকে আমন্ত্রন রইল।