গ্রাম আদালত
৪নংবামৈ ইউনিয়ন পিরষদ
উপজেলা-লাখাই,জেলা-হবিগঞ্জ।
দরখাস্তকারীঃ মধু মিয়া,পিতা-মোঃ ছুরুক মিয়া,গ্রাম-কাটিহারা,ডাকঘর-বামৈ,উপজেলা-লাখাই,জেলা-হবিগঞ্জ।-------১মপক্ষ
বনাম
শাহিনা আক্তার স্বামী মধু মিয়া,পিতা-জামাল মিয়া,গ্রাম-দাড়াই মিয়া পন্ডিত বাড়ি,ডাকঘর-২নং আটগাঁও সোনাইমড়ি বাংলা বাজার,উপজেলা-সোনাইমুড়ি,জেলা-নেয়াখালী।----২য়পক্ষ
২য় বিবাহের অনুমতি পত্র
মুঃপাঃ মোকদ্দমা নং০৬/২০১৩
অদ্য ০৬/০২/১০১৪ইং তারিখ রোজ বৃহস্পতিবার লিখিত হাজিরা মূলে বাদী হাজির। বিবাদীনি অনুপস্থিত। অদ্য তারিখে একতরফা ভাবে ১মপক্ষ বাদীকে ২য় বিবাহের অনুমতি দেওয়া যাইতে পাড়ে।
দরখাস্তকারীঃ মধু মিয়া,পিতা-মোঃ ছুরুক মিয়া,গ্রাম-কাটিহারা,ডাকঘর-বামৈ,উপজেলা-লাখাই,জেলা-হবিগঞ্জ।গত১৮/৯/২০১৩ইং তারিখ তাহার আর্জিত বর্নিত অভিযোগের প্রেক্ষিতে ২য় বিবাহরে অনুমতি প্রার্থনা করিয়াছেন ।সেই মর্মে উভয়পক্ষেকে যথারীতি নোটিস প্রদান করা হয়।তাহাদের নিজ নিজ প্রতিনিদী নোয়গ করার জন্য অবহিত করা হয।১মপক্ষ বাদী গ্রাম আদালতে হাজির হয়ে দুইজই নিবাচিত ইউপি সদস্য (১)জনাব রায়ান উদ্দিন (২) জনবা আম্বিয়া খাতুনকে প্রতিনিদি নিয়োগ করা হয়।২য় পক্ষের বেবাদীনেকে ১ম,২য়,৩য়,নোটিস প্রদান করা সত্ত্বও কোন প্রকার যক্তিসংগত কারন ব্যতিরাখে গ্রাম আদালতকে অবহেলা অগ্রাহ্য করিয়া অনুপস্থিত থাকেন।ন্যয়বিচায়ের স্বার্থে গ্রাম আদালতের পক্ষে দুইজন নিবাচিত ইউপি সদ্স্য (১)জনাব আহের মিয়া (২) জনাব জিতু মিয়া মনোনীত হয়।
অদ্য তারিখে প্রতিনিধিগন গ্রাম আদালতে উপস্থিত । আমি গ্রাম আদালতের চেয়ারম্যাম হিসাবে নিরপেক্ষ ভাবে তদন্ত করি দরখাস্তকারীর আর্জিত বর্নিত আভিযোক সঠিক বলিয়া জানিতে পারিলাম । তৎসহিত সালিস বোর্ডেএর উপস্থিত সদস্যগনও বাদীর অভিযোগ সর্ঠিক বলে জানায়
এমত অবস্থায় মামলার সালিশ বোর্ডে দরখাস্তকারী পক্ষ(পাচঁ)৫বিবাদীনি পক্ষে (শনূ)০ ভোটে গূহীত প্রস্তাবে ও উপস্থিত সদস্যগন সিদ্ধান্ত এই যে, ১ম পক্ষ বাদীর কাছ থেকে তাহার স্ত্রী দীর্ঘদিন অন্যত্র বসবাস করায় বাদীর দুটি শিশু বাচ্চার লালন পালন ও বাদীর মা, বাবা, সেবা কারার বিঘ্ন ঘঠতেছে বিধায় বাদী একজন যুবক হিসাবে তাহার ভাবিষৎতের কথা বিবেচনা করে ১মপক্ষ বাদীকে ২য় বিবাহের ।অনুমতি দেওয়া যাইতে পারে।
সেই মর্মে গ্রাম আদালত এর সিদ্ধান্ত মোতাবেগ ১৯৬১ইংসনের ৬ই জলাই মুসলিম পরিবারিক আইনের ৬(৩)ধারা মোতাবেক দরখাস্তকারী ১মস্ত্রী র্বত মানে থাকাকালীন অবস্থায় দরখাস্তকারী ১ম পক্ষ বাদীকে ২য় বিবাহের অনুমতি প্রদান করা হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS