জুন/১৩- মাসে অনুষ্টিত ৪নং বামৈইউনিয়ন পরিষদের মাসিক সাধারন সভার কার্যবিবরনীঃ
সভানং: ০৭/২০১৩
সভাপতিঃ জনাব মাহফুজুল আলম (মাহফুজ)চেয়ারম্যান- ৪নং বামৈইউনিয়ন পরিষদ, লাখাই-হবিগঞ্জ।
সহান : ইউনিয়ন পরিষদ সভাকক্ষ ।
সময় : ১১.০০ ঘটিকা।
তারিখ : ২৭/০৬/ ২০১৩খ্রীঃ ।
০১। সভায় উপসিহত সদস্যবৃন্দের স্বাক্ষর ‘‘পরিশিষ্ট-ক’’
০২। সভায় সভাপতি উপসিহত সকলকে স্বাগত জানিয়ে অদ্যকার সভার আলোচ্যসূচী অনুযায়ী সভার কাজ শুরম্ন করেন।
০৩। বিগত সভার কার্যবিবরনী পাঠক্রমে কোন সংশোধনী ছাড়াই অনুমোদিত হয়।
ক্রঃ নং | বিষয়বস্ত্ত | আলোচনা | সিদ্বান্ত | বাসত্মবায়নকারী কর্তৃপক্ষ | |
০১ |
এডিপি প্রকল্প | সভায় এডিপি প্রকল্পের সভাপতিগন জানান যে, তাদের প্রকল্পের কাজ ১০০% সম্পণ্ণ হয়েছে। | সভায় এ ব্যাপারে বিসত্মারিত আলোচনামেত্ম ১০০% কাজ সম্পণ্ণ হওয়ায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়। প্রকল্পের কাজ টেকসই করার জন্য পিআইসি সভাপতিদেরকে অনুরোধ করা হয়। | প্রকল্প সভাপতি ৪নং বামৈইউপি | |
০২ |
কাবিখা প্রকল্প | সভায় কাবিখা প্রকল্পের সভাপতিগন জানান যে, তাদের প্রকল্পের কাজ ১০০% সমাপ্ত হয়েছে। | সভায় এ ব্যাপারে বিসত্মারিত আলোচনামেত্ম ১০০% কাজ সম্পণ্ণ হওয়ায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়। প্রকল্পের কাজ টেকসই করার জন্য পিআইসি সভাপতিদেরকে অনুরোধ করা হয়। |
প্রকল্প সভাপতি ৪নং বামৈইউপি | |
|
| ||||
০৩ |
টিআর প্রকল্প
| সভায় টিআর প্রকল্পের সভাপতিগন জানান যে, তাদের প্রকল্পের কাজ ১০০% সম্পণ্ণ হবে। | সভায় এ ব্যাপারে বিসত্মারিত আলোচনামেত্ম ১০০% কাজ সম্পণ্ণ হওয়ায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়। প্রকল্পের কাজ টেকসই করার জন্য পিআইসি সভাপতিদেরকে অনুরোধ করা হয়। | প্রকল্প সভাপতি ৪নং বামৈইউপি
| |
০৪ |
এলজিএসপি-২ প্রকল্প
| সভায় এলজিএসপি-২ প্রকল্পের সভাপতিগন জানান যে,তাদের প্রকল্পের কাজ ১০০% সমাপ্ত হয়েছে। | সভায় এ ব্যাপারে বিসত্মারিত আলোচনামেত্ম ১০০% কাজ সম্পণ্ণ হওয়ায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়। প্রকল্পের কাজ টেকসই করার জন্য পিআইসি সভাপতিদেরকে অনুরোধ করা হয়। | প্রকল্প সভাপতি ৪নং বামৈইউপি
| |
০৫ |
রাজস্ব আদায় প্রকল্প
| সভায় প্রকল্প সভাপতি জানান যে, সহানীয় রাজস্ব কর আদায় হতে গ্রহনকৃত প্রকল্পের কাজ ১০০% সম্পণ্ণ হয়েছে। | সভায় এ ব্যাপারে বিসত্মারিত আলোচনামেত্ম ১০০% কাজ সম্পণ্ণ হওয়ায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়। প্রকল্পের কাজ টেকসই করার জন্য পিআইসি সভাপতিদেরকে অনুরোধ করা হয়। | প্রকল্প সভাপতি ৪নং বামৈইউপি | |
অতপরঃ সভায় আর অন্যকোন আলোচনা না থাকায় সভায় সভাপতি সকলকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
স্বাঃ
মাহ্ফুজুল আলম ( মাহ্ফুজ)
চেয়ারম্যান
ও সভাপতি
৪নং বামৈ ইউনিয়ন পরিষদ
লাখাই-হবিগঞ্জ।
নং: ৪৬.৬৩৬৬৮৬৭.০৪.১৩.২০১৩- /১(১৭) তারিখঃ ৩১/০৭/ ২০১৩খ্রীঃ
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবসহা গ্রহনের জন্য অনুলিপি প্রেরন করা হলোঃ
০০-০১। জেলা প্রশাসক, হবিগঞ্জ।
০২-০২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লাখাই-হবিগঞ্জ।
০৩-০৩। উপ-পরিচালক, সহানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়- হবিগঞ্জ।
০৪-০৪। উপজেলা নির্বাহী কর্মকর্তা, লাখাই-হবিগঞ্জ।
০৫-০৫। জনাব .......................................................................................................... ও সদস্য, ইউনিয়ন উণ্ণয়ন সমন্বয় কমিটি, ওর্য়াড নং........,
গ্রামঃ .................., ৪নং বামৈইউনিয়ন পরিষদ, লাখাই-হবিগঞ্জ।
০৬-০৬। নোটিশ বোর্ড (অত্র ইউপি)
সচিব
৪নং বামৈ ইউনিয়ন পরিষ
লাখাই-হবিগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS