Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বামৈ সরকারী প্রাথমিক বিদ্যালয়/ বামৈ মডেল উচ্চ বিদ্যালয়
বিস্তারিত

শিক্ষা প্রতিষ্ঠানের নাম :

বামৈ সরকারী প্রাথমিক বিদ্যালয়

সংক্ষিপ্ত বর্ণনা    

বামৈ সরকারী প্রাথমিক বিদ্যালয়টি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়নের ঐতিহ্যবাহী বামৈ গ্রামের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। বিদ্যালয়টিতে ১টি পাকা এবং ২টি আধা পাকা ভবন রয়েছে। বিদ্যালয়ে ৩টি টয়লেট (২টি অকেজো), ১টি টিউবওয়েল (অকেজো) এবং সামনে ও পিছনের দিকে খেলার মাঠ রয়েছে।  বিদ্যালয়ের পাশে বামৈ মডেল উচ্চ বিদ্যালয় অবস্থিত।

প্রতিষ্ঠাকাল :

১৯৪৬ খ্রিঃ।

ইতিহাস :

বামৈ গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান দেবীপদ চৌধুরী ৩০ শতক জমি, দাগ নং- ২৭৭০, বামৈ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামে দান করেন। আজও সেই জায়গার উপর বিদ্যালয়টি দাড়িয়ে আছে।

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা :

৭৯২ জন।

ছাত্র-ছাত্রীর সংখ্যা

(শ্রেণিভিত্তিক) :

শিশু শ্রেণী- ৩১ জন, ১ম শ্রেণী- ২৩১ জন, ২য় শ্রেণী- ১৭০ জন, ৩য় শ্রেণী- ১৬২ জন, ৪র্থ শ্রেণী- ১৩৬ জন, ৫ম শ্রেণী- ৬৩ জন।

পাশের হার :

৯৮%

শিক্ষক ও কর্মচারীর তালিকা :

 

১। মাহবুবা জেসমিন (প্রধান শিক্ষক), ২। সাখাওয়াত সাদিয়া সুলতানা পারভীন (সহকারী শিক্ষক), ৩। সবি চরণ দেবনাথ  (সহকারী শিক্ষক), ৪। মোছাঃ রায়হানা আক্তার রুমি  (সহকারী শিক্ষক), ৫। জনক চন্দ্র দেব  (সহকারী শিক্ষক), ৬। নাহরীন খানম  (সহকারী শিক্ষক), ৭। মোহাম্মদ মহসীন মিয়া  (সহকারী শিক্ষক), ৮। ফেরদৌস আরা ডালিয়া  (সহকারী শিক্ষক), ৯। রোজিনা আক্তার

বর্তমান পরিচালনা কমিটির তথ্য :

১। আলাউদ্দিন আহমেদ (সভাপতি), ২। দেবীপদ চৌধুরী (দাতা সদস্য), ৩। আঃ মতিন (সদস্য), ৪। নুরন্নাহার হেনা (সদস্য), ৫। ইয়াছমিন বেগম (সদস্য), ৬। ঝিনুক চক্রবর্তী (সদস্য), ৭। দিলুয়ারা বেগম (সদস্য), ৮। শরীফা বেগম (সদস্য), ৯। মোঃ মহসীন মিয়া ১০। মাহবুবা জেসমিন (সদস্য সচিব) ।

 

 

চলমান পাতা- ২

 

 

 

পাতা- ২

 

 

বিগত ৫ বছরের সমাপনী

২০০৭ সালে ৯১%, ২০০৮ সালে ৯১%, ২০০৯ সালে ৮৪%, ২০১০ সালে ৮০%, ২০১১ সালে ৯৮%

পাবলিক পরীক্ষার ফলাফল :

২০০৯ সালে ৮৪%, ২০১০ সালে ৮০%, ২০১১ সালে ৯৮%

শিক্ষা বৃত্তির তথ্য :

২০০৭ সালে ট্যালেন্টফুল ০৩, সাধারণ ০১, ২০০৮ সালে ট্যালেন্টফুল ০১, সাধারণ ০১, ২০০৯ সালে ট্যালেন্টফুল ০৪, সাধারণ ০২, ২০১০ সালে ট্যালেন্টফুল ০৫, সাধারণ ০১, ২০১১ সালে ট্যালেন্টফুল০৩।

অর্জন :

বিগত ৫ বছরে বিদ্যালয়টি শিক্ষা বৃত্তির ক্ষেত্রে অনেক বৃত্তি অর্জন করেছে। ২০০৭ সালে ট্যালেন্টফুল ০৩, সাধারণ ০১, ২০০৮ সালে ট্যালেন্টফুল ০১, সাধারণ ০১, ২০০৯ সালে ট্যালেন্টফুল ০৪, সাধারণ ০২, ২০১০ সালে ট্যালেন্টফুল ০৫, সাধারণ ০১, ২০১১ সালে ট্যালেন্টফুল০৩। এছাড়াও এ বিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্র সরকারী বেসরকারী এমনকি অত্র প্রতিষ্ঠানেও বর্তমানে কর্মরত আছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা :

১০০% পাশের হার নিশ্চিত করা, ঝরে পড়া রোধ করা। বিদ্যালয়টিকে একটি মডেল ও দৃষ্টিনন্দন বিদ্যালয়ে পরিণত করা।

যোগাযোগ (ইমেইল এড্রেস)  সহ) :

গ্রাম- বামৈ, ডাকঘর- বামৈ, উপজেলা- লাখাই, জেলা- হবিগঞ্জ। মোবাইল নং- ০১৭৩৬-১৪৬৭৮১ (প্রধান শিক্ষক)

ইমেইল এড্রেস নাই।

ছবি (মেইন গেট) :