বিদ্যালয়টি হবিগঞ্জ জেলার অন্তর্গত লাখাই উপজেলার বামৈ গ্রামে মারুগাছ মহল্লায় অবস্থিত। বিদ্যালয়ে একটি পাকা ভবন, একটি আধা পাকা ঘর ও একটি জরাজীর্ণ টিন সেড ঘর আছে। এতে মোট ৭টি শ্রেণি কক্ষ আছে। প্রজেক্টের নতুন কোন ভবন নির্মিত হয় নাই।
বিদ্যালয়টি প্রথমে মারুগাছ মহল্লার মসজিদ সংলগ্ন ১টি টিন সেড ঘরে ১৯৪৮ সালেপ্রতিষ্ঠিত হয়েছিল।
বাধীনতার পর বিদ্যালয়টি মারুগাছ মহল্লার পূর্বপাশে স্থানান্তরিতহয়েছে। বামৈ গ্রামের শিক্ষা নুরাগী ক্বারী আব্দুল আহাদ বিদ্যালয়ের ২১ শতক জমি দান করেছেন।
শ্রেণি | বালক | বালিকা | মোট |
শিশুশ্রেণি | ২৩ | ১৯ | ৪২ |
প্রথম | ৯৮ | ১১৪ | ২১২ |
দ্বিতীয় | ১২৭ | ১১১ | ২৩৮ |
তৃতীয় | ৮০ | ১০৬ | ১৮৬ |
চতুর্থ | ৩৮ | ৭০ | ১০৮ |
পঞ্চম | ৩৬ | ৪২ | ৭৮ |
১।জনাব আব্দুল করিম (সভাপতি), ২।জনাব আব্দুর রহমান (সহঃসভাপতি), ৩।জনাব আব্দুল জলিল (সদস্য), ৪।জনাব শাহ আলম গোলাপ ( সদস্য), ৫। জনাব মোঃ জাহির মিয়া (ইউ/পি সদস্য), ৬।জনাব মোঃ ইয়াহিয়া খান (দাতা সদস্য), ৭। রায় হানা আক্তার চৌধুরী (শিক্ষক প্রতিনিধি), ৮।নাজমিন আক্তার (সদস্য), ৯।আয়েশা চৌধুরী (সদস্য), ১০।রুমানা সুলতানা (সদস্য), ১১।দিল পিয়ারা চৌধুরী (সদস্য), ১২।মনোরঞ্জন দাস (সদস্য সচিব)
২০০৭ সালে পাশের হার ১০০%
২০০৮ সালে পাশের হার ১০০%
২০০৫ সালে ট্যালেন্টপুল ০৫, সাধারণ ০১। ২০০৬ সালে ট্যালেন্টপুল ০৪, সাধারণ০২। ২০০৭ সালে ট্যালেন্টপুল ০১, সাধারণ০২। ২০০৮ সালে ট্যালেন্টপুল ০২, সাধারণ ০২। ২০০৯ সালে ট্যালেন্টপুল ০৬, সাধারণ ০১। ২০১০সালে ট্যালেন্টপুল০৫ সাধারণ ০১। ২০১১ সালে ট্যালেন্টপুল ০৩, সাধারণ ০১।
¹ভর্তির হার ১০০%
¹ প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ৮৫%
বিদ্যালয়ের প্রাক্তন অনেক ছাত্র-ছাত্রী শিক্ষক, সেনাবাহিনী, বিভিন্ন সরকারি বেসরকারিপ্রতিষ্ঠানে কর্মরত আছেন।
বিদ্যালয়টিকে একটি মডেল ওদৃষ্টি নন্দন বিদ্যালয়ে রুপান্তরিত করতে সর্বাত্বকপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
গ্রাম- মারুগাছ, ডাকঘর- বামৈ, উপজেলা- লাখাই, জেলা- হবিগঞ্জ।
উপজেলা সদরহতে ১কিঃমিঃ দূরে অবস্থিত। যোগাযোগ সুগম
ইমেইল এড্রেস নাই
মোবাইল: ০১৭২৫-৭৪৫৮৩৪ (প্রধানশিক্ষক)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস