নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলাধীন ৪নং বামৈইউনিয়নের অন্তর্গত ১নং ওয়ার্ডে অবস্থিত। ১৯৭২ সনে এলাকাবাসীর উদ্যোগে নোয়াগাঁওবেসরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। ০১/০৭/৭৩ ইং তারিখে জাতীয়করণ করাহয়।
১৯৭২ সনে এলাকাবাসীর উদ্যোগে নোয়াগাঁও বেসরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়।০১/০৭/৭৩ ইং তারিখে জাতীয়করণ করা হয়। বিদ্যালয়ের জন্য ৩২ শতক জমিদানকরেন জনাব গোপেশ চন্দ্র দাস গং। ১৯৯৫ সালে আরও ৩৩ শতক জায়গা দান করেন জনাব আরাধন দাস, নোয়াগাঁও। বিদ্যালয়ে ১টি ১৯৮৫ ইং সনে তৈরী আধা-পাকা ভবন আছে। দ্বিতীয় ভবনটি দুই কক্ষ বিশিষ্ট পাকা ভবন। বিদ্যালয়টি হাওরএলাকায় অবস্থিত এবং জনগোষ্ঠী হতদরিদ্র।
শ্রেণি | ছাত্র-ছাত্রী | শ্রেণি | ছাত্র-ছাত্রী |
শিশুশ্রেণি | ২৭ | ৩য় | ৭৮ |
১ম | ৯১ | ৪র্থ | ৬৪ |
২য় | ৬৬ | ৫ম | ৩৯ |
১।জনাব এম.এ মালেক (সভাপতি) , ২। জনাব কৃষ্ণ রাজ দাস (সহ সভাপতি ওবিদ্যুসাহী পুরুষ) ৩। জনাব শাহ মোজাহিদুল হক (সদস্য সচিব), ৪। জনাব তপনচন্দ্র দাস (দাতা সদস্য) ৫। জনাব সুজলা রাণী দাস (বিদ্যুৎসাহী মহিলা), ৬। জনাবরীতা রায় (শিক্ষক প্রতিনিধি), ৭। জনাব মহামায়া রাণী দাস (মেধাবী ছাত্র/ছাত্রীরঅভিভাবক), ৮। হাবিবুর রহমান (মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি), ৯।উষা রঞ্জন দাস(সদস্য), ১০। সেলিনা বেগম (সদস্য), ১১। বিউটি রাণী দাস (সদস্য), ১২। মাহবুবুররহমানইউ/পিসদস্য)।
২০০৭ সালে ৮৪%, ২০০৮ সালে ৬৪%, ২০০৯ সালে ৯২%, ২০১০ সালে৬৯%, ২০১১ সালে ১০০% ।
ভর্তি হার ১০০% এবংউত্তীর্ণের হার প্রায় ১০০%।
বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার বালক বালিকার শতভাগ ভর্তি ধরে রাখাএবং শতভাগ পাশের হার ধরে রাখা। বিদ্যালয়টিকে দৃষ্টনন্দন ও আকর্ষণীয় করে গড়েতোলা। বৃত্তি পাওয়ার উপযোগী করে ছাত্র-ছাত্রীদের গড়ে তোলা।
নোয়াগাঁওসরকারিপ্রাথমিকবিদ্যালয়
ডাকঘর- বামৈ, উপজেলা- লাখাই, জেলা- হবিগঞ্জ।
মোবাইলনং- ০১৭২০-৪০২৪৭৫(ইমেইলএড্রেসনাই)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস