Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ৪নং বামৈ ইউনিয়ন

লাখাই উপজেলা পরিষদ এ ইউনিয়নেই অবস্থিত। আয়তনঃ ৭,১১৩ একর, জনসংখ্যাঃ ১৮৬৯৬ জন, গ্রামের সংখ্যাঃ ৪ । গ্রামসমূহের নাম বামৈ, কাটিহারা, ভাদিকারা, নোয়াগাঁও। এ ইউনিয়নে উপজেলা পরিষদ ছাড়াও লাখাই থানা, হাসপাতাল, ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ, পোষ্ট অফিস, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্র্যাক সহ বিভিন্ন এনজিও অফিস, একটি কলেজ এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আছে। কৃষি, মৎস্য ছাড়া ও এ অঞ্চলের অনেক মানুষ ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে হোটেল ব্যবসা সহ বিভিন্ন চাকুরীতে কর্মরত আছেন। এ ইউনিয়নে ২টি উচ্চ বিদ্যালয়, ৬টি প্রাথমিক বিদ্যালয় এবং বেশ কয়েকটি কওমী মাদ্রাসা এবং কয়েকটি কিন্ডারগার্টেন আছে। বামৈ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানের নাম জনাব মোঃ  এনামুল হক মামুন  । এই ৪নং বামৈ ইউনিয়ন অফিসটি বামৈমৌজার ৬০ নংজে,এলস্থিত৩০০৪ নং খতিয়ানের ৬০৯৪ নং দাগের ০.১৭ (একর) শতক জমির উপর লাখাই-বামৈ রাসত্মার উত্তর পার্শ্বে নিজস্ব ভূমিতে  অবস্থিত। এ পরিষদের নির্বাচিত০১ জনচেয়ারম্যান ০৩ জন সদস্য( সংরক্ষিত আসন),০৯ জন( পুরম্নষ) সদস্য এবং ০১ জন সেক্রেটারী দায়িত্ব পালন করে আসছেন। এই অফিসেটি একটি পুরম্নাতন একটি বিলডিং ঘর আছে যা বহু পুরানো এই ঘর। এই ইউনিয়নের কর্মচারীগন যথারীতি সময়ে অফিস আসেন এবং দায়িত্ব সহকারে কাজ করে যান। এবং এখানে ইউপি সদস্য/সদস্যাগন তারা দায়িত্ব নিয়ে গরীব দুখিদের মাঝে ভিজিডি,প্রতিবন্ধী, বয়স্কভাতা,বিধাব ভাতা,গর্ভবতীভাতা সমান ভাবে নীয়নিষ্ঠা সাথে বিতরন করে থাকেন। এই ইউনিয়নে আয়াতন প্রায়-৮.৫ বর্গ কিলোমিটার । এবং জনসংখ্যা দিক দিয়ে দেখা যায় প্রায় ২৭,৪৪১  জন লোক বসবাস করে থাকেন। শিক্ষার দিক দিয়ে দেখা যায় এই ইউনিয়নে মাত্র ৪০%তাছাড়া জন্ম নিবন্ধন কাজ ৬০% । এই ইউনিয়নের মাঝে অনেক রকম প্রতিষ্ঠান এখন ঘরে ওঠছে। এরই মাঝে আছে এনজিও ৫টি,এবং জলমহল আছে-৫টি,পুলিশস্টেশন ১টি চিকিৎসা কেন্দ্র ৩টি, তাছাড়া এই ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে দেখা যায়-*কলেজ আছে ১টি।

*মাধ্যামিক বিদ্যালয়-২টি।

*প্রাথমিক বিদ্যালয় -২টি।

*বেসরকারী প্রাথমিক বিদ্যালয়- ২টি ।

*মাদ্রাসা- ৫টি ।

*মসজিদ- ১৬টি।

*ঈদগাহ-৫টি।

*কবরস্থান-২৫টি।

*মন্দির-১০ টি।

*আশ্রম-২টি।

* শ্বাশান-৩টি।

এমনকি এই ইউনিয়নের মাঝে দর্শনীয় স্থান হিসাবে ৩টি সুবিজ্ঞাত হয়ে আছে যেমন-মরমী কবি শেখ-ভানুশার মাজার,যা তিনি রেখে গেছে হাজার হাজার ভক্তদের এমন অনেক গান কবিতা আজ প্রানের মাঝে সুর বাজে। যা এক নামে চিনেন মরমী কবি হিসাবে।  এবং অমৃত মন্দির যাকে এক নামে চিনেন যে বিশ্ব শামিত্মর প্রবক্তা হিসেবে সবার মাঝে এবং হৃদয়ে গেতে আছেন এমনি বিশ্ববাসী তাকে এক নামে চিনেন সেই হলেন দয়ান্দন।